নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ২০১৬ এর প্রশ্ন ও উত্তর

সেটঃ ৩, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
পরীক্ষার তারিখ : ০৩-০৬-২০১৬
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]

১।  ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম—
(ক) এডিস
(খ) এনােফিলিস
(গ) কিউলেক্স
(ঘ) ম্যানসােনাইড


২। জন্ম নিয়ন্ত্রণে হরমােন—
(ক) Safe period
(খ) OCP (Oral Contraceptive Pill)
(গ) Condom
(ঘ) কপার-টি

৩। ফুসফুসের আবরণকে বলা হয়—
(ক) Pericardium
(খ) Peritoneum
(গ) Pleura
(ঘ) Periosteum


৪। Common bacterial disease___
(ক) Dysentry
(খ) Influenzao
(গ) Dengue
(ঘ) Malaria

৫। স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডসমূহ___
(ক) টিকাদান
(খ) স্বাস্থ্য শিক্ষা
(গ) চিকিৎসা
(ঘ) রােগ প্রতিষেধক ব্যবস্থা


৬। মাহটোটিক ডিভিশন হয়—
(ক) সােমাটিক সেল এ
(খ)  নিওরােন এ
(গ) লেট স্টেজ অব sex cell এ
(ঘ) cardiac muscle

৭।  মানুষের দেহে হাড়ের সংখ্যা ___
(ক) ১০৬
(খ) ২০৬
(গ) ৩০৬
(ঘ) ৪০৬


৮। Data সংগ্রহের পদ্ধতিসমূহ?
(ক) সাক্ষাৎকার
(খ) টেবিল (Table)
(গ) Bar Diagram
(ঘ) Map Diagram

৯। রক্ত সংগ্রহের জন্যে পছন্দসই শিরা___
(ক) Cephalic vein
(খ) Carotid vein
(গ) Median cubital vein
(ঘ) Axillary vein


১০। সাধারণত রােগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী—
(ক) Ulnar artery
(খ) Radial artery
(গ) Iliac artery
(ঘ) External carotid artery

১১। স্বাস্থ্যের রুগ্নতার (morbidity) সূচক?
(ক) মাতৃমৃত্যুর হার
(খ) নবজাতক মৃত্যুর হার
(গ) ইনসিডেন্স হার
(ঘ)  গড় আয়ু


১২। Vital Statistics এর পর্যায় হলাে—
(ক) রুগ্নতা বা অসুস্থতা
(খ) মৃত্যু
(গ) হাসপাতালের পরিসংখ্যান
(ঘ) স্বাস্থ্য পরিসংখ্যান

১৩।  প্রাথমিক প্রতিরােধ বলতে বুঝায়__
(ক) স্বাস্থ্যের উন্নয়ন
(খ) প্রাথমিক পর্যায়ে রােগের কারণসমূহ হতে
(গ) পর্যাপ্ত চিকিৎসা
(ঘ) পুনর্বাসন


১৪।  মৃত্যুর সূচক ___
(ক)  ইনসিডেন্স এর হার
(খ) প্রিভিলেন্সের হার
(গ) ক্রড ডেথ রেট
(ঘ) অক্ষমতা সীমিতকরণ এর হার

১৫। অসংক্রামক ব্যাধি___
(ক) যক্ষ্মা
(খ) নিউমােনিয়া
(গ) উচ্চ রক্তচাপ
(ঘ) আমাশয়


১৬। কোনটিতে Acute heart failure হতে পারে না___
(ক) Rh. fever
(খ) Myxodema
(গ) Myo. Infarction
(ঘ) Acute nephritis


১৭। নিচের রিপাের্টটিতে কোনটি metabolic disorder___
(ক) PH ↓ PCO2
(খ) PH ↑ PCO2
(গ)  PCO2 ↑ PH ↓
(ঘ) PH CO2 ↓ PH ↑
.

১৮। HIV ছড়ায়—
(ক) যৌন মিলন
(খ) Droplet infection
(গ) অনিরাপদ পানি পান
(ঘ) খাদ্যের মাধ্যমে


১৯।  গর্ভাবস্থার লক্ষণ___
(ক)  Pelvic infection
(খ) মাসিক বন্ধ থাকা
(গ) ডিসমেনােরিয়া
(ঘ) যােনিপথে স্রাব

২০। প্রসব পরবর্তী জটিলতা___
(ক) অপুষ্টি
(খ) পিউরপেরাল sepsis
(গ) চোখে ঝাপসা দেখা
(ঘ) stroke


২১। আদমশুমারি অনুষ্ঠিত হয় প্রতি___
(ক) ৫ বছর পর
(খ) ৮ বছর পর
(গ) ১০ বছর পর
(ঘ)  ১২ বছর পর

২২। জন্মের পর হতে সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানাে উচিত___
(ক)  ৩ মাস পর্যন্ত
(খ) ৬ মাস পর্যন্ত
(গ) ৯ মাস পর্যন্ত তিন
(ঘ)  ১ বছর পর্যন্ত


২৩। পানিবাহিত রােগ—
(ক) গলগণ্ড
(খ) হেপাটাইটিস A
(গ) কালাজ্বর
(ঘ) টাইফয়েড

২৪। Hospital Waste ধ্বংসের পদ্ধতি___
(ক) Dumping sa
(খ)  Sanitary land filling
(গ) Composting
(ঘ) Incineration


২৫।  Data প্রদর্শনের উপায়সমূহ___
(ক) Bar Diagram
(খ) Histogram
(গ) Line Chart
(ঘ) Frequency পলিগন

২৬।  আর্থ-সামাজিক উপাত্ত নিম্নরূপ___
(ক) বয়স
(খ) পেশা
(গ) গজাতীয়তা
(ঘ) লিঙ্গ (Sex)


২৭। Vit C এর অভাবে ___
(ক) বেরিবেরি
(খ) স্কার্ভি
(গ) রিকেটস
(ঘ) পেলেগ্রা


২৮। Acid base balance বৃক্কের কোন অংশের কাজ?
(ক) Proximal tubule
(খ) Loop of Henle
(গ) Distal tubule
(ঘ) Collecting tubule


২৯। Ectopic Pregnancy-তে কোন তথ্যটি ভুল
(ক) সাধারণত Ovary-তে হয়
(খ) Haemoperitoneum হতে পারে না
(গ) Ch. Salpingitis একত্রে থাকতে পারে
(ঘ) Uterus এর বাইরে যে কোন জায়গায় হতে পারে

৩০। পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid-এর সংখ্যা___
(ক) ২২টি
(খ) ২০টি
(গ) ৮টি
(ঘ) ১০টি


৩১। Vit A এর অভাবে___
(ক) রাতকানা
(খ) এনিমিয়া
(গ) মানসিক হতাশা
(ঘ) ক্ষুধামন্দা

৩২। Tongue হলাে—
(ক) Muscular Organ
(খ) Glandular Organ
(গ) Special Sense Organ
(ঘ) Pharynx এর অংশ


৩৩। হাড়ের কোষের নাম __
(ক) Fibroblast
(খ) Chondroblast
(গ) Ependymal cells
(ঘ) Osteoblast

৩৪। Nosocomial infection-এর উৎস হলাে—
(ক) ডাক্তার ও নার্স
(খ) Community
(গ) বাসা
(ঘ) পারিপার্শ্বিক পরিবেশ

৩৫। কোনটিতে clotting disorder হবে না?
(ক) Vit A deficiency
(খ) Vit K deficiency
(গ) Obstractive Jaundice
(ঘ) Haemophilla

৩৬। গর্ভবতী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়—
(ক) Down syndrome
(খ) Neural tube defects
(গ) Threatened abrotion
(ঘ) Hydatidiform mole

৩৭। RBC সম্বন্ধে কোনটি মিথ্যা?
(ক) Life span 120 days
(খ) Neuclus নাই
(গ) Matuaration এর জন্য vit D দরকার
(ঘ) Spleen এ উৎপত্তি হয


৩৮। Hot Air Oven-এর জীবাণুমুক্ত করা হয়।
(ক) All glass material
(খ) Culture Men
(গ)  O.T Dress
(ঘ) Sharp instrume

৩৯। Polio রােগের Vaccine___
(ক) OPV
(খ) BCG
(গ) Rubella
(ঘ) Mumps


৪০। জরায়ুর সংক্রামক জনিত গর্ভপাতের জটিলতা ___
(ক) রক্তক্ষরণ
(খ) খিচুনি
(গ) বমি
(ঘ) মাথাব্যথা

৪১। গর্ভকালীন সাক্ষাতের সংখ্যা নূন্যতম___
(ক) ৩টি
(খ) ৭টি
(গ) ৯ট
(ঘ) ১২টি


৪২। Surgical Instrument জীবাণুমুক্ত করার জন্যে ব্যবহৃত হয়—
(ক) ডেটল
(খ) Autoclave
(গ) Formalin
(ঘ) Hot Air Oven

৪৩। Heart-কে রক্ত সরবরাহ করে—
(ক) Right & left iliac artery
(খ) Carotid artery
(গ) Mesenteric artery
(ঘ)Right & left coronary artery


৪৪। কোন টিকা গর্ভাবস্থায় মাকে প্রয়ােগ করা নিষিদ্ধ নহে?
(ক) Measles Vaccine
(খ) Oral Polio Vaccine
(গ) Diptheria toxoids
(ঘ) Rubella Vaccine
.

৪৫। Oral Polio Vaccine কোন ধরনের vaccine?
(ক) Live attenuated
(খ) Killed
(গ) Subunit
(ঘ) Toxoid

 
৪৬। First trimester-এ Abortion হতে পারে___
(ক) Malaria
(খ) Rubella
(গ) Turner's syndrome
(ঘ) Syphilis

৪৭। Pelvic Inflammatory disease হয় না___
(ক) Strepto pyogenes
(খ) H. simplex
(গ) Chalamydia
(ঘ) Cl. welchii


৪৮।  মানবদেহে কোষের Chromosome এর সংখ্যা ___
(ক) ২২ জোড়া
(খ) ২৩ জোড়া
(গ) ২৪ জোড়া
(ঘ) ১৩ জোড়া

৪৯। কোনটি Fat Soluble Vitarnin নহে___
(ক) Vitamin A
(খ) Vitamin C
(গ) Vitamin D
(ঘ) Vitamin E


৫০। Bery Bery রােগ কোন Vitamin এর অভাবে হয়—
(ক) Thiamine
(খ) Ascorbic acid
(গ) Nicotinic acid
(ঘ) Folic acid

৫৩। রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে?'
(ক) ভিটামিন ‘সি’
(খ) ভিটামিন ‘এ’
(গ) ভিটামিন ‘বি,’
(ঘ)  ভিটামিন ‘ডি’


৫৪। বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) অস্থিতে
(খ) রক্তে
(গ) যকৃতে
(ঘ) পাকস্থলিতে

৬১। ‘সােনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে?
(ক)  শামসুর রাহমান
(খ) আল মাহমুদ
(গ)  হুমায়ুন আজাদ
(ঘ) হাসান হাফিজুর রহমান


৬২।  কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
(ক) সওগাত
(খ) শিখা
(গ) ধূমকেতু
(ঘ) মাহেনও

৬৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি'___ গানটি  কার রচনা?
(ক) আলতাফ মাহমুদ
(খ) আবদুল গাফফার চৌধুরী
(গ)  মাহবুবউল আলম
(ঘ) শামসুর রাহমান


৬৪। কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
(ক) পাণিনি
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন

৬৫। বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
(ক) গিরীশচন্দ্র সেন
(খ) স্যার জগদীশ চন্দ্র বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রাজা রামমােহন রায়

৬৬। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির নাট্যকার কে?
(ক) সেলিম আলদীন
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) মামুনুর রশীদ


৬৭। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির কবি কে?
(ক) আহসান হাবীব
(খ) ফররুখ আহমদ
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) শামসুর রাহমান

৬৮। ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি' কার রচনা?
(ক) সুকান্ত ভট্টাচার্য
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জসীমউদ্দীন
(ঘ) হাসান হাফিজুর রহমান


৬৯। ‘রমযানের ঐ রােযার শেষে এল খুশির ঈদ' কার রচনা?
(ক) জসীমউদ্দীন
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) আহসান হাবীব
(ঘ) শামসুর রাহমান

৭০। ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ওলন্দাজ ভাষা
(খ) ফারসি ভাষা
(গ) পর্তুগিজ ভাষা
(ঘ) দেশি ভাষা

৭১। ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) মােরশেদুল ইসলাম
(খ) সুভাষ দত্ত
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) চাষী নজরুল ইসলাম


৭২। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
(ক) মৃত্যুক্ষুধা
(খ) ঘরে বাইরে
(গ) মধুমালা
(ঘ) সূর্যদীঘল বাড়ী

৭৩। কোনটি মুনীর চৌধুরীর নাটক?
(ক) নবান্ন
(খ) কবর
(গ)  বেলা অবেলা কালবেলা
(ঘ) কীত্তনখােলা


৭৪। মানপত্রের অপর নাম কী?
(ক) আবেদনপত্র
(খ) অভিনন্দনপত্র
(গ) নিমন্ত্রণপত্র
(ঘ) ব্যক্তিগতপত্র

৭৫। ‘মরমী কবি’কাকে বলা হয়?
(ক) হাছন রাজা
(খ) সৈয়দ সুলতান
(গ) জসীমউদ্দীন
(ঘ) কায়কোবাদ

৭৬। মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি


৭৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ১৬ ডিসেম্বর
(খ) ১৪ ডিসেম্বর
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ)  ১৭ মার্চ

৭৮। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
(ক) ৮০ বার
(খ) ৭২ বার
(গ) ৭০ বার
(ঘ) ৮৫ বার


৭৯। মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ‘একাত্তরের দিনগুলি' এর রচয়িতা কে?
(ক) শাহরিয়ার কবির
(খ) জাহানারা ইমাম
(গ) শওকত ওসমান
(ঘ) সেলিনা হােসেন

৮০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি?
(ক) হিলারী ক্লিনটন
(খ) ডব্লিউ জর্জ বুশ
(গ) বারাক ওবামা
(ঘ) জন এফ কেনেডি
.

৮১। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯২৪
(খ) ১৯৩০
(গ) ১৯৪৬
(ঘ) ১৯৫৬


৮২। বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ২৫ জানুয়ারি
(খ) ৮ মার্চ 
(গ)  ৭ অক্টোবর
(ঘ) ২৫ ডিসেম্বর

৮৩। বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫


৮৪। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
(ক) কুমিল্লা
(খ) রাজশাহী
(গ) বগুড়া
(ঘ) সিলেট

৮৫।  শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম?
(ক) নােয়াখালী
(খ) কুমিল্লা
(গ) সিলেট
(ঘ) ভােলা

৮৬। Iron is __ useful metal.
(ক) an
(খ) the
(গ) a
(ঘ) none


৮৭। 'Paediatric' relates to the treatment of___
(ক) Adults
(খ) Children
(গ) Women
(ঘ) Old people

৮৮। 'Panacea' means___
(ক) widespread disease
(খ) gland
(গ) fresh
(ঘ) cure all


৮৯। Have you __ the letter?
(ক) written
(খ) write
(গ) wrote
(ঘ) to write

৯০। There __ six seasons in Bangladesh.
(ক) is
(খ) are
(গ) was
(ঘ) has

৯১।  Milk is ___ food.
(ক) nutritional
(খ) nutrient
(গ) nutritious
(ঘ) nutritive


৯২। One who is a specialist in heart and its diseases is___
(ক) a pharmacologist
(খ) an opthalmologist
(গ) a cardiologist
(ঘ) a neurologist

৯৩। 'Beautiful' is an example of __
(ক) verb
(খ) conjunction
(গ) adjective
(ঘ) preposition


৯৪। 'The work is done by Medha'— This is an exmaple of___
(ক) active voice
(খ) passive voice
(গ) quasi-passive voice
(ঘ) not any voice

৯৫। 'Quickly' is an example of___
(ক) adverb
(খ) pronoun
(গ) verb
(ঘ) adjective

৯৬। ___ eggs were served to the players.
(ক) Boiled
(খ) Boil
(গ) Boiling
(ঘ) To boil


৯৭। I __ here since 1980.
(ক) live
(খ) am living
(গ) have been living
(ঘ) lived

৯৮। No man can __ alone.
(ক) live
(খ) lived
(গ) living
(ঘ) lives


৯৯। 'A, an and the are the examples of___
(ক) verb
(খ) adverb
(গ) Preposition
(ঘ) articles

১০০। A doctor who studies and treats the medical conditions and diseases of women is ___
(ক) a gynaecoloorist
(খ) a neurologist
(গ) an oncologist
(ঘ) an orthopaedic surgeon

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url