কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর প্রশ্ন সমাধান

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর প্রশ্ন
পরীক্ষার তারিখ: ২০/০৭/২০১৮
পূর্ণমানঃ ৮০, সেট নম্বরঃ১
[কমিউনিটি ক্লিনিক নিয়োগ পরীক্ষার প্রশ্নটিতে মোট MCQ প্রশ্ন রয়েছে ৮০ টি। হেলথ নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয়।]

১। ‘কাব্য সুধাকর’— কার উপাধি?
(ক) গােলাম মােস্তফা
(খ) কায়কোবাদ
(গ) জসীমউদ্দীন
(ঘ) আলাওল


২। The term 'household' means—
(ক) ঘর-বাড়ি
(খ) বসতবাড়ি
(গ) খানা
(ঘ) উঠান

৩। খাদ্যের প্রধান উপাদান নয় কোনটি?
(ক) শর্করা
(খ) চর্বি
(গ) আমিষ
(ঘ) আয়রন


৪। আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মাথা—
(ক) সবুজ রঙের
(খ) লাল রঙের
(গ) হলুদ রঙের
(ঘ) মেরুন রঙের

৫। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) অক্ষর
(ঘ) ধ্বনি


৬। What does the word 'amicable' mean?
(ক) friendly
(খ) very intimate
(গ) Hostile
(ঘ) inviting

৭। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
(ক) ৩৮ বছর
(খ) ৩৭ বছর
(গ) ৪১ বছর
(ঘ) ৩৫ বছর


৮। সােভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর
বৃহত্তম দেশ কোনটি?
(ক) চীন
(খ) কানাডা
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) রাশিয়া

৯। সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
(ক) বারােটি
(খ) ষােলটি
(গ) কুড়িটি
(ঘ) চল্লিশটি


১০। I have — him to give — smoking.
(ক) talked, for
(খ) told, up
(গ) told, in
(ঘ) said, up

১১। দুই অংকবিশিষ্ট একটি সংখ্যা অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য ৫৪ হয়। অংক দুটির যােগফল ১২ হলে সংখ্যাটি কত?
(ক) ৫৭
(খ) ৭৫
(গ) ৩৯
(ঘ) ৯৩


১২। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
(ক) স্টেট ব্যাংক
(খ) বাংলাদেশ ব্যাংক
(গ) এইচএসবিসি
(ঘ) সােনালী ব্যাংক

১৩। কোনটি সূর্যের সমার্থক শব্দ?
(ক) অনল
(খ) অর্ক
(গ) অগ্নি
(ঘ) অর্ঘ্য


১৪। A sonnet is a poem of — lines.
(ক) twelve
(খ) eight
(গ) ten
(ঘ) fourteen

১৫। ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
(ক) ৩৫ /২ % লাভ
(খ) ৩৩ ১/৩ % লাভ
(গ) ৩০% লাভ
(ঘ) ৩৩ /২ % লাভ


১৬। নিচের কোনটি ই-মেইল সার্ভিক্স নয়?
(ক) Gmail
(খ) Yahoo mail
(গ) Hot mail
(ঘ) Drop box


১৭। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
(ক) সুকান্ত ভট্টাচার্য
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) গােলাম মােস্তফা
(ঘ) কাজী নজরুল ইসলাম

১৮। Put the appropriate preposition for the sentence below. Some writers sink— oblivion in course of time.
(ক) in
(খ) by
(গ) to
(ঘ)into


১৯। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সম্প্রতি কোন টিকা অন্তর্ভুক্ত শিশুদের নিউমােনিয়ার প্রকোপ কমে এসেছে?
(ক) IPV
(খ) DPT
(গ) PCV
(ঘ) BDG

২০। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?
(ক) ৪০তম
(খ) ৫৭তম
(গ) ৪৭তম
(ঘ) ৬৭তম


২১। “তােমাকে দেখে আমি মুগ্ধ হলাম"- এই বাক্যটি কে
ভাষারীতিতে লেখা?
(ক) সাধু
(খ) চলিত
(গ) আঞ্চলিক
(ঘ) কথ্য

২২। Antonym of 'Poor—
(ক) Reach
(খ) Ritch
(গ) Rich
(ঘ) Reich


২৩। একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে এক ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতাে। মাঠটির প্রস্থ কত?
(ক) ৪০ মিটার
(খ) ৯০ মিটার
(গ) ১০০ মিটার
(ঘ) ১০৫ মিটার

২৪। নিচের কোনটি কম্পিউটারের ইনপুট যন্ত্র?
(ক) মনিটর
(খ) কিবাের্ড
(গ) প্রিন্টার
(ঘ) সিপিইউ


২৫। বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি?
(ক) প্রমথ চৌধুরী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৬। The antonym of extract is
(ক) quest
(খ) select
(গ) insert
(ঘ) collect


২৭। চতুর্ভুজের চার বাহু সমান হলে তাকে বলা হয়?
(ক) বৃত্ত
(খ) রম্বস
(গ) বর্গ
(ঘ) সামান্তরিক
.


২৮। জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম—
(ক) কিটক্যাট
(খ) ললিপপ
(গ) ন্যুগাট
(ঘ) ওরিও
.


২৯। কোন বানানটি শুদ্ধ?
(ক) মুমুর্ষ
(খ) মুমূর্ষ
(গ) মূমুর্ষ
(ঘ) মুমূর্ষ

৩০। No man can — alone.
(ক) lives
(খ) live
(গ) living
(ঘ) lived


৩১। ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
(ক) ৪৫
(খ) ৪৮
(গ) ৫১
(ঘ) ৫৫

৩২। গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য :
(ক) ৬ ঘণ্টা
(খ) ৮ ঘণ্টা
(গ) ১০ ঘণ্টা
(ঘ) ১২ ঘণ্টা


৩৩। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক?
(ক) স্ত্রীলিঙ্গ
(খ) ক্লিবলিঙ্গ
(গ) পুংলিঙ্গ
(ঘ) উভয়লিঙ্গ

৩৪। Choose the best translation of “কর্তৃপক্ষ তাকে। তিরস্কার করলাে” from the altematives below
(ক) The authorities criticised him.
(খ) The authorities took him to book.
(গ) The authorities gave reins to him.
(ঘ) The authorities took him to task.

৩৫। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোেগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
(ক) ১৮
(খ) ২৭
(গ) ৩৬
(ঘ) ৪৫

৩৬। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) নিউইয়র্ক
(খ) ওয়াশিংটন ডিসি
(গ) ডেট্রয়েট
(ঘ) ডালাস

৩৭। কোনটা অনুজ্ঞা প্রকাশক?
(ক) তুমি গিয়েছিলে
(খ) তুমি যাও
(গ) তুমি যাচ্ছিলে
(ঘ) তুমি যাচ্ছ


৩৮। Choose the correct sentence
(ক) Everybody have gone there.
(খ) Everybody has gone their.
(গ) Everybody has gone there.
(ঘ) Everybody has went there.

৩৯। ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
(ক) ১ /
(খ) ১৮/৪৫
(গ) ১ ১৬/৯৯
(ঘ) ১৪/২৫


৪০। চিঠি টাইপ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
(ক) মাইক্রোসফট ওয়ার্ড
(খ) মাইক্রোসফট এক্সেল
(গ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
(ঘ) াইক্রোসফট এ্যাকসেস

৪১। ‘গোয়ার গােবিন্দ'-এর অর্থ কী?
(ক) চালাক লােক
(খ) দীর্ঘায়ু ব্যক্তি
(গ) নিরক্ষর
(ঘ) কাণ্ডজ্ঞানহীন


৪২। The correct spelling is—
(ক) cigarette
(খ) cigarete
(গ) cigarrete
(ঘ) cigarate

৪৩। মানুষের শরীরে সর্বমােট ‘অস্থির সংখ্যা
(ক) ২০০টি
(খ) ২২০টি
(গ) ২০৬টি
(ঘ) ২০টি


৪৪। জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
(ক) জাপান
(খ) চীন
(গ) ভারত
(ঘ) সিঙ্গাপুর

৪৫। “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে"—পঙুক্তিটির রচয়িতা কে?
(ক) সুফিয়া কামাল
(খ) জসীমউদ্দীন
(গ) সুকুমার রায়
(ঘ) কুসুম কুমারী দাস

৪৬। Choose the correct spelling
(ক) Accessories
(খ) Accssories
(গ) Accesories
(ঘ) Accesiores

৪৭। কোন রােগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে?
(ক) টিটেনাস
(খ) পােলিও
(গ) হাম
(ঘ) জলাতঙ্ক


৪৮। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে?
(ক) ২০৩৫
(খ) ২০২৫
(গ) ২০৩০
(ঘ) ২০৪১

৪৯। সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) শেখ নিয়ামত শাকের
(খ) আবু ইসহাক
(গ) সুভাষ দত্ত
(ঘ) খান আতা


৫০। Meaning of the word 'Deputation' is—
(ক) চাকুরিচ্যুতি
(খ) প্রেষণ
(গ) বদলী
(ঘ) পদোন্নতি

৫১। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল ও অপর দুটি বা অসমান্তরাল তাকে কী বলে?
(ক) ট্রাপিজিয়াম
(খ) বর্গক্ষেত্র
(গ) আয়তক্ষেত্র
(ঘ) সামান্তরিক


৫২। নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
(ক) ক্রোম
(খ) মজিলা
(গ) অপেরা
(ঘ) ফেসইবুক

৫৩। আর একটা গান গাও না। এখানে না’ দ্বারা প্রকাশ পেয়েছে
(ক) নিষেধ
(খ) বিস্ময়
(গ) আদর
(ঘ) অনুরােধ


৫৪। Choose the incorrect statement—
(ক) English is an internationally accepted language
(খ) English language contains 26 Letters
(গ) English language has 5 consonants
(ঘ) English language has 5 vowels

৫৫। কমিউনিটি ক্লিনিকে সরকার হতে কত ধরনের ঔষধ সরবরাহ করা হয়?
(ক) ২২
(খ) ৩০
(গ) ২৯
(ঘ) ২৮

৫৬। কম্পিউটার ভাইরাস হলাে—
(ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রােগ্রাম
(খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্ট সার্কিট
(গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলাে
(ঘ) কম্পিউটারের কোন যন্ত্রাংশের সার্কিটে ঢিলা কানেকশন


৫৭। শুদ্ধ বানান কোনটি?
(ক) সমিচীন
(খ) সমীচীন
(গ) সমীচিন
(ঘ) সমিচিন

৫৮। Which in the noun of the word believe?
(ক) Belief
(খ) Believable
(গ) Believing
(ঘ) Believably


৫৯। I came home after the rain—
(ক) stopped
(খ) stop
(গ) was stop
(ঘ) had stopped

৬০। স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে?
(ক) ভারত
(খ) শ্রীলংকা
(গ) পাকিস্তান
(ঘ) নেপাল

৬১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম—
(ক) অসমাপ্ত আত্মজীবন
(খ) বাউণ্ডুলের আত্মকাহিনী
(গ) জ্যোৎস্না ও জননীর গল্প
(ঘ) রাজবন্দীর জবানবন্দী


৬২। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়ােগ করলে বিয়ােগফল কত হবে?
(ক) ৮৮৯৮
(খ) ৯৮৯৯
(গ) ৯৯৯৯
(ঘ) ৯১৯৯

৬৩। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
(ক) ২০%
(খ) ১৫%
(গ) ১১%
(ঘ) ৯%


৬৪। কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
(ক) ৫ মে
(খ) ১ ডিসেম্বর
(গ) ৭ এপ্রিল
(ঘ) ১ মে

৬৫। রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
(ক) ইংরেজি
(খ) হিন্দি
(গ) চীনা
(ঘ) জাপান

৬৬। ‘মানুষ মরণশীল’-Correct translation is—
(ক) Man is martial.
(খ) Man is deadly.
(গ) Man is mortal.
(ঘ) Man is dreadful.


৬৭। ১৬৯ সংখ্যাটির বর্গমূল কত?
(ক) ১৪
(খ) ১৩
(গ) ১১
(ঘ) ১৯

৬৮। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল—
(ক) আরাকান
(খ) চন্দ্রদ্বীপ
(গ) মগরাজ্য
(ঘ) ইয়াঙ্গুন


৬৯। খনার বচন' কী সংক্রান্ত?
(ক) কৃষি
(খ) ব্যবসা
(গ) রাজনীতি
(ঘ) শিল্প

৭০। The synomym of ambition is—
(ক) indifference
(খ) desire
(গ) aimlessness
(ঘ) purpose

৭১। একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ক) ৬০ মিটার
(খ) ৮৪ মিটার
(গ) ৯০ মিটার
(ঘ) ৪৮ মিটার


৭২। কোনটি পারসােনাল কম্পিউটার নয়?
(ক) ল্যাপটপ
(খ) সারফেস ট্যাব
(গ) ডেস্কটপ
(ঘ) সুপার কম্পিউটার

৭৩। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ—
(ক) বাগ + অম্বর
(খ) বাগ + অড়ম্বর
(গ) বাক্ + অম্বর
(ঘ) বাক্ + আড়ম্বর


৭৪। "Call to mind" means—
(ক) tantalize
(খ) attend
(গ) remember
(ঘ) request

৭৫। 5x 3y = 9, 3x – 5y = =1 হলে x, y = ?
(ক) (2,3)
(খ) (2, 1)
(গ) (3, 1)
(ঘ) (3, 2)

৭৬। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
(ক) RAM
(খ) ROM
(গ) হার্ডওয়্যার
(ঘ) সফ্টওয়্যার


৭৭। কোনটি পক অর্থে প্রকাশ পায়?
(ক) পাকা বাড়ি
(খ) পাকা রং
(গ) পাকা কাজ
(ঘ) পাকা আম

৭৮। What is the verb of 'Peace!
(ক) Impeace
(খ) Peace-Loving
(গ) Pacify
(ঘ) Painful


৭৯। পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ঃ৩ ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত?
(ক) ৮ কেজি
(খ) ১০ কেজি
(গ) ১২ কেজি
(ঘ) ১৪ কেজি
.

৮০। বাংলা টাইপিং সফ্টওয়্যার নয় কোনটি?
(ক) গুগল কিবোের্ড
(খ) বিজয় কিবাের্ড
(গ) অভ্র কিবাের্ড
(ঘ) বিজয় বায়ান্ন
.

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous August 21, 2023 at 12:16 AM

    ৭৬ ক হবার কথা RAM

Add Comment
comment url