নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নার্স ২০১৭ (বাতিলকৃত) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর

পরীক্ষার তারিখ : ০৬.১০.২০১৭; সময় : ১ ঘণ্টা ; পূর্ণমান : ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]

১। ৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে? 
(ক) ৮টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৪টি


২। a + a-1 = √3 হলে, a2 + a-2 এর মান—
(ক) 3
(খ) 2
(গ) 1
(ঘ) 0

৩। logx1(1/27)= –3 হলে x  এর মান—
(ক) –3
(খ) 3
(গ) –(1/3)
(ঘ) (1/3)


৪। |x- 5| < 4 হলে, নিচের যে ব্যবধি সত্য তা হলাে—
(ক) x ∈ (1,9)
(খ) x ∈ [1,9)
(গ) x ∈ (1,9]
(ঘ) x ∈ [1,9)

৫। x√0.09 = 3 x এর মান—
(ক) (3/10)
(খ) (1/3)
(গ) 10
(ঘ) (10/3)


৬। ΔABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলাে। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD এর মান—
(ক) 150°
(খ) 180°
(গ) 140°
(ঘ) 160°

৭। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত—
(ক) 3: 4
(খ) 1:2
(গ) 3: 5
(ঘ) 2: 1


৮। Drone কি?
(ক) যাত্রীবাহী দ্রুতগামী বিমান
(খ) যাত্রীবিহীন বিমান
(গ) চালকসহ বিমান
(ঘ) চালকবিহীন বিমান

৯। ০.২৪ এর সমান ভগ্নাংশটি 
(ক) ১/৩
(খ) ৮/৩৩
(গ) ৭/২৪
(ঘ) ৭/৭২


১০। ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ | তিনটির যােগফল—
(ক) ২৯
(খ) ৩১
(গ) ৩৩
(ঘ) ৩৫

১১। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
(ক) প্যারীচাদ মিত্র
(খ) রাজা রামমােহন
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


১২। ‘নানা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) তত
(খ) বহু
(গ) দুই
(ঘ) এক

১৩। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
(ক) নবান্ন
(খ) রাজা
(গ) ইডিপাস
(ঘ) কৃষ্ণকুমারী


১৪। ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
(ক) প্রাচীন যুগের
(খ) মধ্য যুগের
(গ) আধুনিক যুগের
(ঘ) উত্তর আধুনিক যুগের

১৫।  কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
(ক) ঘনঘন
(খ) টনটন
(গ) বইটই
(ঘ) ধনজন


১৬। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’ –পর্ভূক্ত কোন কবির রচনা?
(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) অতুল প্রসাদ সেন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) নির্মলেন্দু গুণ


১৭। কোন শব্দটি উপসর্গযােগে গঠিত?
(ক) আগাছা
(খ) আবার
(গ) আরাম
(ঘ) আনাজ

১৮। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
(ক)  আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) এ কাজেম আল কোরেশী
(ঘ) শেখ আজিজুর রহমান


১৯। কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) সিন্ধু হিন্দোল
(খ) অগ্নিবীণা
(গ) ভাঙার গান
(ঘ) বিষের বাঁশি

২০। কোনটি মহাকাব্য?
(ক) মহাশ্মশান
(খ) নীল দর্পণ 
(গ) দুর্গেশ নন্দিনী
(ঘ) সারদামঙ্গল


২১। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(ক) হাঙর নদী গ্রেনেড
(খ) শবনম
(গ) আরেক ফাল্গুন
(ঘ) চিলেকোঠার সেপাই

২২। 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?
(ক) ঈশ্বর গুপ্ত
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) প্রমথ চৌধুরী


২৩। ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে—
(ক) ষ্ + ণ
(খ) ষ্ + ঞ
(গ) য্ + ঞ
(ঘ) ষ্ + জ

২৪। কোনগুলাে ওষ্ঠ্যধ্বনি?
(ক) চ ছ জ ঝ
(খ) প ফ ব ভ
(গ) ত থ দ ধ
(ঘ) য র ল শ


২৫। কোন বানানটি শুদ্ধ?
(ক) সহযােগীতা
(খ) প্রতিযােগিতা
(গ) বৈশিষ্ট্যতা
(ঘ) শ্রদ্ধাঞ্জলী

২৬। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
(ক) আব্দুল জব্বার
(খ) আবদুল হাদী
(গ) মাহমুদুননবী
(ঘ) খুরশীদ আলম


২৭। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
(ক) নরেন্দ্র মােদি
(খ) এ পি জে আব্দুল কালাম
(গ) মমতা ব্যানার্জী
(ঘ) রামনাথ কোবিন্দ
.


২৮। রেড ইন্ডিয়ান কাদের বলা হয়?
(ক) ইন্ডিয়ান আদি অধিবাসীগণ 
(খ) ইন্দোনেশিয়ার আদি অধিবাসীগণ
(গ) আমেরিকায় আগত ভারতবাসীগণ
(ঘ) আমেরিকার আদি অধিবাসীগণ


২৯। যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভােটাধিকার অর্জন করেন?
(ক) ১৯০২
(খ) ১৯২০
(গ) ১৯৩১
(ঘ) ১৯৪৭

৩০। রােহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী?
(ক) কোচিন
(খ) শান
(গ) নর্থ রাখাইন স্টেট
(ঘ) রেঙ্গুন


৩১। নিশীথ সূর্যের দেশ কোনটি?
(ক) সুইডেন
(খ) ফিনল্যান্ড
(গ) ইংল্যান্ড
(ঘ) নরওয়ে

৩২। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
(ক) বাংলা
(খ) হিন্দি
(গ) অস্ট্রিক
(ঘ) সংস্কৃত


৩৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ৬ দফা ঘােষণা করেন?
(ক) ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহােরে
(খ) ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহােরে
(গ) ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
(ঘ) ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে
.

৩৪। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
(ক) ইলতুৎমিশ
(খ) শেরশাহ
(গ) লর্ড কর্নওয়ালিশ
(ঘ) মুহম্মদ বিন তুঘলক

৩৫। স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
(ক) জীবন থেকে নেয়া
(খ) লেট দেয়ার বি লাইট
(গ) ওরা ১১ জন
(ঘ) অরুণােদয়ের অগ্নিসাক্ষী

৩৬। Mismatched Blood Transfusion-এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে?
(ক) Antibiotic ও অক্সিজেন শুরু করা
(খ) Blood দেয়া বন্ধ করে Steroid দেয়া
(গ) I/V স্যালাইন ও জ্বরের ওষুধ দেয়া
(ঘ) I/V Lasix স্যালাইন ও Oxygen দেয়া।

৩৭। কোনটি Upper Limb এর বােন নয়?
(ক) Femur
(খ) Ulna
(গ) Radius
(ঘ) Humerous


৩৮। DIC অর্থ কি?
(ক) Drug Information Centre
(খ) Device Inplementation Centre
(গ) Disseminated Intravascular Coagulation
(ঘ) Drug Intervention Committee

৩৯। কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়?
(ক) কিউলেক্স
(খ) এনােফিলিস
(গ) এডিস
(ঘ) Sand fly


৪০। নিউমােনিয়া রােগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
(ক) কলিজা
(খ) হৃৎপিণ্ড
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা

৪১। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
(ক) ৯৭.২° ফা.
(খ) ৯৪.৮° ফা.
(গ) ৯৬.৪° ফা.
(ঘ) ৯৮.৪° ফা.


৪২। ডায়াবেটিস (Diabetes) রােগ হয়—
(ক) ইনসুলিনের অভাব
(খ) থাইরােক্সিনের অভাবে
(গ) ইস্ট্রোজেনের অভাবে
(ঘ) গ্রোথ হরমনের অভাবে

৪৩। খাবার স্যালাইন বানানাের পর খাওয়ানাে যাবে—
(ক) ৬ ঘণ্টা 
(খ) ১২ ঘণ্টা
(গ) ৩ ঘণ্টা
(ঘ) ২ ঘণ্টা


৪৪। পানিবাহিত রােগ কোনটি?
(ক) গলগণ্ড
(খ) হেপাটাইটিস A
(গ) ম্যালেরিয়া
(ঘ) কালাজ্বর

৪৫। হিমােগ্লোবিনের কাজ—
(ক) নাইট্রোজেন বহন করা
(খ) হাইড্রোজেন বহন করা
(গ) অক্সিজেন বহন করা
(ঘ) হিলিয়াম বহন করা

 
৪৬। এন্টিবায়ােটিকের কাজ—
(ক) জীবাণু ধ্বংস করা
(খ) জীবাণুর বংশ বৃদ্ধি করা
(গ) ভাইরাস ধ্বংস করা
(ঘ) জীবাণু বহন করা

৪৭। প্রােটিন বেশি থাকে—
(ক) ছােলার ডালে
(খ) অড়হর ডালে
(গ) মসুর ডালে
(ঘ) মাষকলাই ডালে


৪৮। মানবদেহে প্রতিদিন পানির প্রয়ােজন কত?
(ক) ৩ লিটার
(খ) ৫ লিটার
(গ) ১ লিটার
(ঘ) ৬ লিটার

৪৯। সাধারণত রােগীর Pulse দেখা হয় কোথায়?
(ক) Ulnar artery
(খ) Radial artery
(গ) Femoral artery
(ঘ) Brachial artery


৫০। সংক্রামক ব্যাধি কোনটি?
(ক) ডায়াবেটিস 
(খ) উচ্চ রক্তচাপ
(গ) যক্ষ্মা
(ঘ) হাপানী

৫১। হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি?
(ক) Acromegaly
(খ) Hepatitis
(গ) Ventricular Septal Defect
(ঘ) Appendicitis


৫২। প্রসব-পরবর্তী রক্তক্ষরণের অন্যতম কারণ কি?
(ক) Ovarian tumour
(খ) Twin pregnancy
(গ) Retained placenta
(ঘ) Pelvic Inflammation

৫৩। একজন পূর্ণ বয়স্ক মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারেন?
(ক) ১২ মাস
(খ) ৭ মাস
(গ) ৩ মাস
(ঘ) ৬ মাস


৫৪। জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি কোনটি? 
(ক) Copper T
(খ) Ligation
(গ) Vasectomy
(ঘ) Hysterectomy

৫৫। International Nurse Day কবে?
(ক) ১২ মে
(খ) ১২ জানুয়ারি
(গ) ১২ অক্টোবর
(ঘ) ১২ ডিসেম্বর

৫৬। রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
(ক) Anemia
(খ) Cyanosis
(গ) Jaundice
(ঘ) Clubbing


৫৭।Ovary শরীরের কোন অংশে অবস্থিত? 
(ক) গলায়
(খ) বুকে
(গ) তলপেটে
(ঘ) পেটে

৫৮। Brain Death এ কোনটি থাকবে না?
(ক) Apnoea
(খ) Constricted pupil
(গ) Pulse not responsive to atropine
(ঘ) Deep coma


৫৯। তীব্র শ্বাসকষ্টের তাৎক্ষণিক চিকিৎসা কি?
(ক) Supine position oxygen
(খ) Recumbent position
(গ) Prop up position oxygen
(ঘ) I. V. Fluid

৬০। ABG analysis করার জন্য Blood সগ্রহ কোথা থেকে
করা হয়?
(ক) Cephalic Vein
(খ) Femoral Vein
(গ) Artery
(ঘ) Capillary

৬১। Spinal anaesthesia'র জটিলতা কোনটি?
(ক) নিম্ন রক্তচাপ
(খ) উচ্চ রক্তচাপ
(গ) পানি শূন্যতা
(ঘ) রক্তক্ষরণ


৬২। সবুজ শাক-সবজিতে কোনটি বেশি থাকে?
(ক) Vitamin A
(খ) Vitamin C
(গ) Vitamin B
(ঘ) Vitamin K

৬৩। Penicillin কে আবিস্কার করেন?
(ক) Robert Brown
(খ) Alexander Fleming
(গ) Robert Kotch
(ঘ) Joseph Lister


৬৪। Server Anaphylaxis এর তাৎক্ষণিক চিকিৎসা কি?
(ক) Atropine
(খ) Adrenaline
(গ) Digoxin
(ঘ) Amynophilline

৬৫। Normal Saline এ কি আছে?
(ক) 0.9% Sodium chloride
(খ) 0.5% Sodium chloride
(গ) 0.75% Sodium chloride
(ঘ) 3% Sodium chloride

৬৬। কত’র নিচে হৃদস্পন্দন হলে Brady Cardia বলে?
(ক) 60 মিনিট/(৬০)
(খ) 70 minute/(৭০)
(গ) 80 minute/(৮০)
(ঘ) 100 minute/(১০০)


৬৭। Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয় না?
(ক) Internal jugular Vein
(খ) Subclavian Vein
(গ) Inferior Vena Cava
(ঘ) Femoral Vein

৬৮।  রক্তে Sodium এর স্বাভাবিক মাত্রা কত?
(ক) ১১৫–১৩৫
(খ) ১৩৫–১৪৫
(গ) ১৫০–১৭০
(ঘ) ১৭০–১৯০


৬৯। নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?
(ক) Haemoptysis
(খ) Haematuria
(গ) Epistaxis
(ঘ) Malaena

৭০। রক্তে গ্লুকোজের মাত্রা 200 mg/dL এর বেশি হয় কোন রােগে?
(ক) Diabetes
(খ) Asthma
(গ) Jaundice
(ঘ) Anaemia

৭১। Dialysis করা প্রয়ােজন হয় কোন রােগে?
(ক) Respiratory failure
(খ) Hepatic failure
(গ) Cardiac failure
(ঘ) Renal failure


৭২। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস কখন দেয়া হয়?
(ক) Respiratory failure
(খ) Liver failure
(গ) Cardiac arrest
(ঘ) Renal failure

৭৩। Hypoxia কখন হয়?
(ক) Oxygen কমে গেলে
(খ) Carbon dioxide বেড়ে গেলে
(গ) Oxygen বেড়ে গেলে
(ঘ) Carbon dioxide কমে গেলে


৭৪। কত ওজনের Newborn বাচ্চাকে Low Birth Weight বলে?
(ক) ৩ কেজির নিচে
(খ) ২(১/২) কেজির নিচে
(গ) ২ কেজির নিচে
(ঘ) ১(১/২) কেজির নিচে

৭৫। কোন টীকাটি ই পি আই প্রােগ্রামে দেয়া হয় না?
(ক) MMR
(খ) BCG
(গ) DPT
(ঘ) Polio

৭৬। কোনটি ভেক্টর বাহিত রােগ নয়?
(ক) ম্যালেরিয়া
(খ) কালাজ্বর
(গ) ইনফ্লুয়েঞ্জা
(ঘ) ডেঙ্গু জ্বর


৭৭। হাইপার পাইরেক্সিয়ায় জ্বর কত আসে?
(ক) ১০৪° F এর বেশি
(খ) ১০৬° F এর বেশ
(গ) ১০৩° F এর বেশি
(ঘ) ১০০° F এর বেশি

৭৮। একটি Water Soluble vitamin?
(ক) Vitamin C
(খ) Vitamin A
(গ) Vitamin D
(ঘ) Vitamin K


৭৯। মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যে
রােগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে—
(ক) রিকেটস
(খ) অষ্টিও মাইলাইটিস
(গ) হাইপাে থাইরয়ডিজম
(ঘ) আর্থাইটিস

৮০। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলাে—
(ক) গ্লুকোজ
(খ) গ্লাইকোজেন
(গ) আমিষ
(ঘ) গ্যালাকটোজ

৮১। কোন ডালের সংগে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে—
(ক) মসুর
(খ) মুগ
(গ) খেসারী
(ঘ) মাষকলাই


৮২। মানবদেহে ক্রোমােজোম সাধারণত কয় জোড়া থাকে?
(ক) ২৩ জোড়া
(খ) ৪৬ জোড়া
(গ) ২১ জোড়া
(ঘ) ৪২ জোড়া

৮৩। স্ট্রোক শরীরের কোন অংশের রােগ?
(ক) মস্তিষ্ক
(খ) যকৃত
(গ) কিডনি
(ঘ) প্লীহা


৮৪। ক্যালসিয়ামের প্রধান উৎস কি?
(ক) কলা
(খ) আম
(গ) দুধ
(ঘ) মুরগি

৮৫। মানুষের শরীরে কত প্রকারের রক্ত কণিকা আছে?
(ক) তিন
(খ) চার
(গ) দুই
(ঘ) পাঁচ

৮৬। In the sense of 'lack of rainfall', which of the following words is right?
(ক) draught
(খ) drought
(গ) draft
(ঘ) drauft


৮৭। A doctor who studies and treats diseases of the nerve is
(ক) a paediatrician
(খ) an oncologist
(গ) a nephrologist
(ঘ) a neurologist

৮৮। The word beautify' is—
(ক) a noun
(খ) an adverb
(গ) a verb
(ঘ) an adjective


৮৯। Which of the following is a correct sentence?
(ক) Ten miles are a long distance
(খ) Ten miles are long distance
(গ) Ten miles is long distance
(ঘ) Ten miles is a long distance

৯০। One who mends shoes is a—
(ক) carpenter
(খ) butcher
(গ) cobbler
(ঘ) potter

৯১। The English translation of ‘আমরা না হেসে পারলাম না’ is
(ক) We did nothing but laugh
(খ) We laughed and did nothing
(গ) We could not but laugh
(ঘ) We did not laugh but could not do


৯২। Find out the correct sentence.
(ক) More you read more you learn
(খ) The more you read more you learn
(গ) More you read, the more you learn
(ঘ) The more you read the more you

৯৩। The book 'A Tale of Two Cities' is written by—
(ক) Thomas Hardy 
(খ) Charles Dickens
(গ) Jonathan swift
(ঘ) George Orwell 


৯৪। Who of the following is known as a dramatist?
(ক) William Wordsworth
(খ) William Shakespeare
(গ) John Keats
(ঘ) P.B. Shelley

৯৫। To complete the sentence 'A businessman has set— this school', we need—
(ক) down
(খ) up
(গ) for
(ঘ) out

৯৬। The phrase 'at the out set' means—
(ক) In the end
(খ) In the middle
(গ) At the beginning
(ঘ) Before the end


৯৭। Which of the following is not a singular number?
(ক) analysis
(খ) poetry
(গ) cattle
(ঘ) alms

৯৮। Which of the following is a common gender?
(ক) prince
(খ) ewe
(গ) spouse
(ঘ) mare


৯৯। The antonym of the word 'smooth' is—
(ক) hard
(খ) rough
(গ) sharp
(ঘ) plain

১০০। Which of the following has the correct spelling?
(ক) Crucial
(খ) Crutial
(গ) Crustial
(ঘ) Crusial

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url