নার্সিং পড়ার খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ুুুন

সরকারি নার্সিং কলেজের খরচ অনেক কম লাগে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে যে উপবৃত্তি পেয়ে থাকে তা দিয়েই খাবার খরচসহ অন্যান্য খরচ চালিয়ে নেয়া সম্ভব যদি একটু মৃতব্যায়ী হওয়া যায়। কিন্তু বেসরকারি নার্সিং পড়ার খরচ সম্পর্কে অনেক বেশি হয়ে থাকে নিচে নার্সিং পড়ার খরচ - Nursing Cost সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নার্সিং পড়ার খরচ

নার্সিং পড়ার খরচ কত?

সরকারি ডিপ্লোমা নার্সিং পড়ার খরচ ১০,৯১০ টাকা এবং সরকারি বিএসসি নার্সিং পড়ার খরচ ১৭,৯১০ টাকা লাগবে। আর ভালোমানের বেসরকারি কলেজগুলোতে ডিপ্লোমা নার্সিং পড়ার খরচ হবে তিন বছরে ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এবং বেসরকারি বিএসসি নার্সিং পড়ার খরচ ৪ বছরে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লাগবে।

নিচে নার্সিং এ ভর্তি পরীক্ষার ফ্রম তুলা থেকে শুরু করে নার্সিং পড়া শেষ করা এবং চাকরি ক্ষেত্রে প্রবেশ করা পর্যন্ত যাবতীয় সকল খরচ সম্পর্কে ক্রমান্বয়ে দেয়া হলো।

প্রশ্ন-১ঃ নার্সিং ভর্তি ফ্রম তুলতে কত টাকা লাগে?
বা, ভর্তি পরীক্ষার ফি কত?

উত্তরঃ বিএসসি নার্সিং এর জন্য ৭০০ টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি এর জন্য ৫০০ টাকা টেলিটক প্রি-পেইড সিম থেকে দিতে হয়। বিভিন্ন আর্মি নার্সিং কলেজের বিএসসি নার্সিং ভর্তি ফ্রম তুলতে ৩০০ টাকা ফি লাগে এবং ফি বিকাশে জমা দিতে হয়।

প্রশ্ন-২ঃ নার্সিং ভর্তি হতে কত টাকা লাগে?

উত্তরঃ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর কলেজে নার্সিং ভর্তি হতে লাগে: বিএসসি নার্সিং এর জন্য ১৩,৪১০ টাকা, ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি এর জন্য ৭,৪১০ টাকা।

SL.ভর্তির সময় নেয়া ফি এর বিবরণফি (টাকা)
ভর্তি ফি১০০/-
(ডিপ্লোমা+বি.এস.সি)
২.বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এ শিক্ষার্থী নিবন্ধন ফি৫৫০/-
(ডিপ্লোমা+বি.এস.সি)
৩.সনদপত্র ও নম্বরপত্র যাচাই ফি৮০০/-
(ডিপ্লোমা+বি.এস.সি)
৪.পরিচয়পত্র ফি১০০
(ডিপ্লোমা+বি.এস.সি)
৫.মাসিক বেতন (বি.এস.সি ২০/- ডিপ্লোমা ১০/- প্রতি মাসে)৩৬০/- (ডিপ্লোমা)
৯৬০/- (বি.এস.সি)
৬.লাইব্রেরী কার্ড ফি১০০/- (ডিপ্লোমা)
২০০/- (বি.এস.সি)
৭.লাইব্রেরী জামানত৫০০/- (ডিপ্লোমা)
১০০০/- (বি.এস.সি)
৮.ল্যাব চার্জ৩০০/- (ডিপ্লোমা)
৪০০/- (বি.এস.সি)
৯.জাতীয় দিবস উদযাপন বাবদ৬০০/- (ডিপ্লোমা)
৮০০/- (বি.এস.সি)
১০.পরীক্ষার ফি সেমিস্টার প্রতি ১০০০ টাকা (ডিপ্লোমা ৬ সেমিস্টার ও বি.এস.সি ৮ সেমিস্টার)৬০০০/- (ডিপ্লোমা)
৮০০০/- (বি.এস.সি)
১১.বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফি (বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারণ হবে)--- (বি.এস.সি)
১২.একাডেমিক ফি১০০/- (বি.এস.সি)
১৩.কমন রুম ফি৪০০/- (বি.এস.সি)

সর্বোমোট ফি
ডিপ্লোমা নার্সিং = ৭৪১০/-
মিডওয়াইফেরি = ৭৪১০/-
বি.এস.সি. নার্সিং = ১৩৪১০/-

প্রশ্ন-৩ঃ সরকারীতে পড়লে কোর্স ফি বা সেমিস্টার ফি বা মাসিক বেতন কত লাগে?

উত্তরঃ সরকারিতে কোনো কোর্স ফি বা সেমিস্টার ফি নেই তবে মাসিক বেতন ডিপ্লোমাতে ১০ টাকা এবং বি.এস.সি তে ২০ টাকা করে। ভর্তির সময় ভর্তি ফির মধ্যেই এই টাকা নিয়ে নেই। পরে আর কোনো ফি লাগেনা।

প্রশ্ন-৪ঃ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পরীক্ষার ফি কত টাকা দিতে হয়?

উত্তরঃ ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবগুলোরি চূড়ান্ত বা ফাইনাল পরীক্ষার ফি ২০০০ টাকা (সকল বিষয়) । ভর্তির সময়েই এই টাকা অগ্রিম নিয়ে নেয়।

প্রশ্ন-৫ঃ পরীক্ষার এডমিট কার্ড তুলতে কত টাকা দিতে হয়?

উত্তরঃ এডমিট কার্ড তুলার জন্য কোনো ফি দিতে হয়না। যদি কোনো কলেজে নেয় তাহলে তা বেআইনি হবে।

প্রশ্ন-৬ঃ নার্সিং ফাইনাল ইয়ার পাশ করার পর কম্প্রিহেন্সিভ (নার্সিং লাইসেন্স) পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হয়?

উত্তরঃ বি.এস.সি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফেরি এর সকল স্টুডেন্টদের জন্য জনপ্রতি ফি ২০০০ টাকা জমা দিতে হয়।

প্রশ্ন-৭ঃ চাকরি ক্ষেত্রে প্রবেশ করার জন্য নার্স/ মিডওয়াইফ পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) কত টাকা?

উত্তরঃ নার্স/ মিডওয়াইফ পেশার নিবন্ধন ফি (স্টাফ রেজিস্ট্রেশন) বি.এস.সি ৩০০০ টাকা এবং ৫ বছর পরপর নবায়ন ফি ১৫০০ টাকা । ডিপ্লোমা নার্সিং/ মিডওয়াইফ এর ফি ২৫০০ টাকা এবং ৫ বছর পরপর নবায়ন ফি ১৩০০ টাকা।
উপরে উল্লেখিত খরচগুলির বাইরে অন্যান্য খরচগুলো হলো:

  • বই খাতার খরচ
  • বিভিন্ন এসাইনমেন্টের খাতার খরচ
  • থাকা খাওয়ার খরচ
  • আর যদি কেউ কোনো বিষয়ে প্রাইভেট পড়েন তার জন্য বাড়তি খরচ।
  • নিজের মোবাইল বিল ইত্যাদি ইত্যাদি...

আর কোনো খরচ নেই সরকারিতে নার্সিং পড়ার জন্য। সব মিলেয়ে ১ থেকে ১.৫ লাখ টাকা খরচ হবে। পরিমাণটা নির্ভর করবে আপনি কি পরিমাণে খরচ করবেন তার উপর। তাছাড়া সরকার যে উপবৃত্তির টাকা দেয় তা দিয়ে উপরের সরকারি ফি এর ১০০% খরচ মিটে যাবে। বাকি থাকে নিজের বই-খাতা, থাকা-খাওয়া ইত্যাদি।
বেসরকারিতে পড়লেও উপরের সকল ফি দিতে হবে (সরকারি ফি) এবং বেসরকারী কলেজের মাসিক বেতন, সেশন ফি অনেক বেশি হবে। বেসরকারীতে পড়লে কেমন খরত হবে এ বিষয়ে স্পস্ট তথ্য পেতে হলে দেখতে হবে বিভিন্ন বেসরকারি কলেজের ফি এর তালিকা। বেসরকারি কলেজের খরচ সম্পর্কে স্পস্ট তথ্য দেখতে নিচের লিংকে ক্লিক করুন...

Read More......

নার্সিং পড়ার যোগ্যতা: নার্সিং কাউন্সিল (BNMC) এর সর্বশেষ নিতীমালা অনুসারে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য সকল শিক্ষার্থীকে ১০০ নাম্বারের MCQ পরীক্ষায় অংশ নিয়ে নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। এখানে ন্যূনতম পাস নাম্বার ৩০, কেউ ৩০ এর ....... পড়া চালিয়ে যান

সরকারি নার্সিং কলেজের তালিকা: বাংলাদেশে মোট ১৩৮ টি সরকারি নার্সিং কলেজে মোট ৬,৯৬০ টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি ডিপ্লোমা নার্সিং কলেজ ৪৬ টি (আসন ২৭৩০টি) ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি কলেজ ৬০ টিতে আসন..... পড়া চালিয়ে যান



Next Post


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url