ঢাকা শিশু হাসপাতালে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি

 পদের নাম:নার্সিং সুপারিনটেনডেন্ট/ সিনিয়র স্টাফ  নার্স 
 আবেদন শুরুর তারিখ: ২৫/১০/২০ ইং 
 আবেদনের শেষ তারিখ:০৩/১১/ ২০ ইং
 মোট পদ সংখ্যা:১০১ টি
 যোগ্যতা:সার্কুলার ফটোতে দেখুন
 অভিজ্ঞতা:লাগবে
 বেতন গ্রেড:৭ম ও ১০ম
 আবেদন ফী :৫০০ টাকা

মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (২৫/১০/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
আবেদন যেভাবে করবেন:
আবেদন করতে হবে ঢাকা শিশু হাসপাতালের নির্ধারিত ফরমে। আবেদন ফরম পাওয়া যাবে ঢাকা শিশু হাসপাতালের ওয়েব-সাইটে অথবা হাসপাতাল দপ্তরে। আবেদন ফরম পূরণ করে সঙ্গে প্রার্থীর জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা তিন কপি ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। সঙ্গে পরিচালক, ঢাকা শিশু হাসপাতালের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা বা অন্য যেকোনো কোটায় আবেদন করলে তা উল্লেখ করতে হবে এবং সপক্ষে সনদ জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : 
পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা থাকলে তা উল্লেখ করতে হবে।

নিয়োগ পরীক্ষা ও প্রস্তুতি
ইতিপূর্বে সিনিয়র স্টাফ নার্স পদে ১ ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। নার্সিং কোর্সের পাঠ্য বই থেকে এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। নার্সিং বিষয়ের সাধারণ বিষয়গুলো থেকেই সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। সরকারি মেডিক্যাল কলেজগুলোর একই পদের আগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে চর্চা করতে পারলেও ভালো ধারণা পাওয়া যাবে। পরীক্ষায় ভালো করার জন্য নার্সিং বিষয়ের পাঠ্য বই এবং ব্যবহারিক বিষয়ের খুঁটিনাটি জানতে হবে। [ঢাকা শিশু হাসপাতাল শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঢাকা শিশু হাসপাতালের বিভিন্ন বিভাগের জন্য নিম্নেবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্ত পদের পার্শ্বে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হইতে | হাসপাতালের নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহবান করা যাইতেছে। শর্তাবলী: ১। নিয়ােগের জন্য কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হইবে।  ২। আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি, সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট মাপের সত্যায়িত ছবিসহ আবেদনপত্র আগামী ০৩/১১/২০২০ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (৯:০০-২:০০) পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এর কার্যালয়ে পৌছাইতে হইবে।  ৩। অভিজ্ঞতা সনদপত্রে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের স্বাক্ষর, সীলমােহর ও ইস্যু তারিখ থাকিতে হইবে।  ৪। ঢাকা শিশু হাসপাতালের ওয়েব সাইট www.dsh.org.bd হইতে আবেদন ফরমটি ডাউনলােড পূর্বক যথাযথভাবে পূরণ করিয়া আবেদন করিতে হইবে।   ৫। আবেদনপত্রের সঙ্গে ‘ঢাকা শিশু হাসপাতাল’ এর অনুকুলে বাংলাদেশে অবস্থিত যে কোন সিডিউল ব্যাংক হইতে ৫০০/= (পাঁচশত) টাকা মূল্যমানের  পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করিতে হইবে। ৬। ক্রমিক নং ১ ও ২ পদে ঢাকা শিশু হাসপাতালে যাহারা কমপক্ষে ৩ (তিন) বৎসর চাকুরি করিতে বাধ্য থাকিবেন না, তাহাদের আবেদন করার প্রয়ােজন নাই।  ৭। খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করিতে হইবে।  ৮। কর্তৃপক্ষের বিবেচনায় শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হইবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলিয়া গণ্য হইবে।  ৯। ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ােগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।  ১০। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।  অধ্যাপক (ডাঃ) সৈয়দ সফি আহমেদ পরিচালক ঢাকা শিশু হাসপাতাল।]



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url